রাজগঞ্জ, ২ সেপ্টেম্বরঃ গ্রামে উপযুক্ত নিকাশি নালার ব্যবস্থা নেই, সমস্যায় রাজগঞ্জ ব্লকের সেল্টারবাড়ির বেশকিছু পরিবার।
জানা গিয়েছে, অল্প বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সেল্টারবাড়ি গ্রামের প্রায় ২৫টি বাড়ি।নিকাশিনালা থাকলেও তা কাজে লাগানো হচ্ছে না বলে অভিযোগ।বাসিন্দাদের অভিযোগ, জল নিকাশির জন্য কোন রকমের একটি নালা রয়েছে।কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে নালাটি।এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যাকে বিষয়টি একাধিকবার জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।ফলে বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ছে এলাকার বেশকয়েকটি বাড়ি।
এই বিষয়ে পঞ্চায়েত সদস্যা ববিতা মন্ডল দাস বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।অনুমোদন পেলেই কাজ করা হবে।আপাতত জমা জল বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।