রাজগঞ্জ, ৩১ অগাস্টঃ নিকাশি নালা তৈরিতে অনিয়মের অভিযোগ, টেন্ডার অনুযায়ী কাজ করার দাবিতে সরব হলেন বাসিন্দারা।রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটার ঘটনা।
জানা গিয়েছে, বৃষ্টি হলেই পাথরঘাটা কলোনি এসপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জল জমে যায়।পাশাপাশি এলাকার কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে।এই সমস্যা দূর করতে গ্রাম পঞ্চায়েতের তরফে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে ২৮০ মিটার নালার কাজ শুরু করা হয়।কিন্তু মাঝপথে একটি পরিবার বাঁধা দিলে নালাটি অন্যত্র করা হচ্ছে।এরপরই আজ টেন্ডার অনুযায়ী কাজের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা নৃপেণ পাল বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গ্রামঘর পর্যন্ত নিকাশি নালা হওয়ার কথা।কিন্তু মাঝে একটি পরিবার বাঁধা দেওয়ায় নালাটি অন্যত্র নালা করা হচ্ছে।এতে কয়েকটি পরিবার নালার সুবিধা থেকে বঞ্চিত হবে।আমরা চাই টেন্ডার অনুযায়ী নালা তৈরি করা হোক।টেন্ডার অনুযায়ী না করে স্কুল মাঠের অন্য পাশ দিয়ে নালা করা হচ্ছে।তাই কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।
যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হেমন্ত রায় বলেন, বিষয়টি নিয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা চলছে।টেন্ডার অনুযায়ী নিকাশি নালা করা হবে।