আলিপুরদুয়ার, ২৩ এপ্রিলঃ এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের চাকরি।এর প্রতিবাদে আলিপুরদুয়ারে পথে নামল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি।মঙ্গলবার আলিপুরদুয়ার কলেজ হল্টে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ র্যালি ও পথসভা করা হয়।
জানা গিয়েছে, এদিন র্যালি করে জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি প্রদান করা হয়।যোগ্য প্রার্থীদের যাতে বঞ্চিত না করা হয় তার আবেদন জানান তারা।
এই বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক জয়ন্ত সাহা বলেন, “এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে।চাকরি চুরির দায় মমতা ব্যানার্জীকে নিতে হবে।যারা টাকা তুলেছেন তাদের তালিকা তৈরি করে তাদের গ্রেফতার করতে হবে।আর যারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের পুনর্নিয়োগ করতে হবে।পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও গ্রেফতারের দাবি তুলেছেন তিনি”।