রাজগঞ্জ, ২৯ ডিসেম্বরঃ তিনদিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার।ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায়।
জানা গিয়েছে, সর্দার পাড়ার বাসিন্দা সাহিরুল ইসলাম গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন।পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার খোঁজ পাননি।
এরপর আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।পরিবারের লোকেরা ছুটে গিয়ে ব্যক্তির দেহ সনাক্ত করেন।খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।