শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ প্রথমে নিখোঁজ, পরে আহত অবস্থায় উদ্ধার হওয়া যুবতীর মৃত্যু।৫ দিন ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মৃত্যু হয় যুবতীর।
জানা গিয়েছে, গত রবিবার গণেশ পুজোর প্রসাদ আনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল যুবতী।এরপর সে ঘরে ফেরেনি।ওইদিন রাতভর খুঁজেও খোঁজ মেলেনি যুবতীর।ঘটনার একদিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন যুবতী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে।যুবতীর শরীরে একাধিক ক্ষতচিহ্ন দেখা যায়।তার বাঁ হাত ও কোমর ভেঙে যায়।এরপরই পরিবারের সদস্যরা মেডিক্যালে পৌঁছায়।
পরিবারের সদস্যরা যুবতীর জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলেন।তবে তার আগেই গতকাল রাতে মৃত্যু হয় যুবতীর।ইতিমধ্যেই মৃতার পরিবারের তরফে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।