শিলিগুড়ি, ৩১ জুলাইঃ নিখোঁজ হয়ে গিয়েছিল ছেলে।নিখোঁজ ছেলেকে একমাস পর খুঁজে পেল পরিবার।খুশিতে চোখে জল বাবা মায়ের।
জানা গিয়েছে, গত ২৭শে জুন বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়েছিল ১৩ বছরের গৌরব সাহা।এরপর আর বাড়ি ফেরেনি সে।বিভিন্ন জায়গায় ছেলেকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন বাবা নন্দন সাহা।যদিও কোন লাভ হয়নি।এরপর এভাবেই কেটে যায় এক মাস।অবশেষে গত ৩০শে জুলাই ছেলের খোঁজ পেয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে বাবা।আর বাড়িতে ফিরেই গোটা ঘটনা খুলে বলে গৌরব।
এই বিষয়ে নন্দন সাহা জানান, গত ২৭শে জুন ছেলে বাড়ি থেকে বেরিয়ে তার এক বন্ধুর সঙ্গে শিলিগুড়ি জংশনে যায়।সেখানেই ঘটে বিপত্তি।জংশন থেকে কয়েকজন গৌরবকে ধরে নিয়ে গিয়ে ফুলবাড়ির একটি হোটেলে আটকে রাখে।এরপর সেই হোটেলের এক কর্মীর সঙ্গে সেখান থেকে পালিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল সংলগ্ন এলাকায় সেই কর্মীর বাড়িতে ২-৩ থাকে গৌরব।
সেখানেই একদিন গরম ভাতের মার পড়ে শরীরের একাংশ পুড়ে যায়।এরপর সেই কর্মচারী গৌরবকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে।হাসপাতালেই সুযোগ বুঝে এক ব্যক্তির ফোন নিয়ে ফোন করে বাড়িতে গোটা ঘটনা জানায়।এরপর তড়িঘড়ি গিয়ে ছেলেকে সেখানে থেকে নিয়ে আসে পরিবার।প্রায় ১ মাস ৪দিন পর ছেলেকে ফিরে পেয়ে খুশি মা বাবা ও পরিবারের সদস্যরা।