রাজগঞ্জ, ২২ মার্চঃ ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে স্কুটি নিয়ে বেড়িয়ে নিখোঁজ মা ও মেয়ে।রাজগঞ্জের ফুটকি পাড়া গ্রামের বাসিন্দা নিখোঁজ মহিলার নাম চিনু রায় (৩৭) এবং তাঁর মেয়ের নাম অর্পিতা রায় (৭)।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ বিকেলে চিনু দেবী তাঁর ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কে যাবে বলে বাড়ি থেকে স্কুটি নিয়ে বের হন।কিন্তু অনেক রাত পর্যন্ত তারা ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান না মেলায় ১৮ মার্চ বেলাকোবা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়।
চারদিন পেরিয়ে গেলেও মা ও মেয়ের কোনো খোঁজ না মেলায় চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।নিখোঁজ দুজনের কোনো খোঁজ বা তথ্য পেলে যোগাযোগ করুন এই ৯৫৪৭৯৪২১৬৪/ ৯৭৪৯৯৯৯৫৪৪ নম্বরে।