উত্তরপ্রদেশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া প্রতিবন্ধী যুবক উদ্ধার শিলিগুড়িতে  

শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ হাতে ট্যাটু করা ছিল মোবাইল নম্বর।সেই মোবাইল নম্বরের মাধ্যমে নিজের পরিবারকে ফিরে পেল উত্তরপ্রদেশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া প্রতিবন্ধী এক যুবক।


জানা গিয়েছে, বুধবার শিলিগুড়ির হাসমি চকে যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায়।এক টোটো চালক যুবকের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও প্রতিবন্ধী হওয়ার কারণে যুবক কিছু বলতে পারেনি।এরপর সেখানে ডিউটিরত শিলিগুড়ি থানার এএসআই হরেন মহন্তের নজরে আসে বিষয়টি।এরপর যুবককে থানায় নিয়ে আসেন তিনি।যুবকের সঙ্গে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করা হয়।যুবক তাঁর হাতে থাকা ট্যাটু দেখায় পুলিশকে।যুবকের হাতে মোবাইল নম্বর ট্যাটু করা ছিল।সেই নম্বরে ফোন করে যুবকের পরিবারের হদিশ পায় পুলিশ।

যুবকের নাম মহম্মদ আরমান।যুবক উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাসিন্দা।গত ২ ডিসেম্বর থেকে নিখোঁজ হয়ে যায় সে।এরপরই উত্তরপ্রদেশ থেকে যুবকের বাবা ও পরিবারের সদস্যরা শিলিগুড়িতে পৌঁছায়।আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যুবককে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।  


নিখোঁজ ছেলেকে খুঁজে পেয়ে খুশি হন পরিবারের সদস্যরা।পাশাপাশি শিলিগুড়ি থানার এএসআই ও পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin giriş