নিখোঁজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, উত্তরকন্যায় এমনই পোস্টার লাগালো DYFI

শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ নিখোঁজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।এমনই পোস্টার পড়লো শিলিগুড়ি উত্তরকন্যায়। DYFI এর তরফে উত্তকন্যার সামনে এই পোস্টার লাগানো হয়।


শুক্রবার মিছিল করে উত্তরকন্যায় যান ডিওয়াইএফআই সংগঠনের সদস্যরা।সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়।DYFI এর অভিযোগ, উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।বিভিন্ন সুবিধেও নিচ্ছেন।অথচ সাধারন মানুষ কোনো সুবিধে পাচ্ছেন না।দপ্তরে আসছেন না উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।এই কারণে এদিন সংগঠনের তরফে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিখোঁজ পোস্টার লাগানো হয়।পোস্টার লাগাতে গেলে বাঁধা দেয় পুলিশ।


এই বিষয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আমরা জানতে চাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোথায়।আগামী ১৩ এপ্রিল উত্তরকন্যা অভিযান করবে ডিওয়াইএফআই।সেদিন কোনো বাঁধা মানা হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *