নকশালবাড়ি, ৩১ অক্টোম্বরঃ নকশালবাড়ি ব্লকের গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের ভুজিয়াপানি ঝাঁট সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করলো স্থানীয়রা।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ৪৩ লক্ষ টাকা ব্যয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ মাটির ওপর পিলার তৈরি করায় ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে। সঠিকভাবে গার্ড ওয়াল তৈরি হচ্ছে না। এইভাবে নিম্নমানের কাজ হলে আগামীদিনে ভেঙে পড়তে পারে বলে এই আশঙ্কায় কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা।
এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামানিক ফোনে জানান, বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে।ঠিক মতো কাজ চলছে।আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করার আশ্বাস দেন তিনি।
পাশাপাশি নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান, এই কাজ নিয়ে পঞ্চায়েত সমিতির কাছে কোনো খবর নেই। স্বাস্থ্য দপ্তর পঞ্চায়েত সমিতিকে এই কাজের বিষয়টি জানায়নি।সংবাদমাধ্যমে খবর পেয়ে বিষয়টি শিলিগুড়ি মহকুমা পরিষদে জানানো হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।