রাজগঞ্জ, ১৮ জানুয়ারিঃ টুকরো টুকরো রড ঝালাই করে তা ব্যবহার করা হচ্ছে কালভার্টে।নিম্নমানের কাজ করা হচ্ছে।এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন এলাকার বাসিন্দারা।রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রামের ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, পানিকৌড়ি গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।এছাড়া প্রচুর যানবাহন চলাচল করে।এই রাস্তার মাঝে থাকা কালভার্টটি ভেঙে গিয়েছিল।সরকারি উদ্যোগে সেখানে নতুন কালভার্ট তৈরি করা হচ্ছে।কিন্তু কালভার্টে ব্যবহার করা হচ্ছে টুকরো টুকরো রড।বিষয়টি নজরে আসতেই আজ ক্ষোভ প্রকাশ করেন ও বিক্ষোভ দেখান স্থানীয়রা।সঠিকভাবে কালভার্ট তৈরি করা হোক এই দাবী জানান বাসিন্দারা।
এই বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রিয়ভূষণ দে কালভার্টে টুকরো রড ব্যবহারের কথা স্বীকার করেন।তিনি বলেন, এই বিষয়টি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার জানেন।ইঞ্জিনিয়ার বললে রড পাল্টে দেওয়া হবে।যদিও ইঞ্জিনিয়ার সেখানে উপস্থিত না থাকায় এই ব্যাপারে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, ওই কালভার্টটি কবে শিলান্যাস হয়েছে এবং কার মাধ্যমে শিলান্যাস করা হয়েছে তা আমি জানিনা।নিম্নমানের কাজের অভিযোগ পাওয়ার পর বিষয়টি জানতে পারি।ঠিকাদারকে বলেছি ওই কাজের সিডিউল দেখাতে।