রাজগঞ্জ, ৫ ডিসেম্বরঃ নিম্নমানের রেশন সামগ্রী বিলির অভিযোগ রাজগঞ্জের আমবাড়িতে। রেশন থেকে দেওয়া হচ্ছে পোকাধরা চাল এবং খাওয়ার অযোগ্য আটা। এই অভিযোগে সরব হলেন রাজগঞ্জ ব্লকের আমবাড়ি মহামায়া কলোনির বাসিন্দারা।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো আজ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কলোনির রেশন ডিলার উত্তম কুমার বিশ্বাস আমবাড়ির মহামায়া কলোনিতে দুয়ারে রেশন দিতে আসেন। কিন্তু রেশন থেকে পোকা ধরা চাল ও খাওয়ার অযোগ্য আটা দেওয়া হয় বলে অভিযোগ।
উপভোক্তাদের অভিযোগ, চালের মধ্যে পোকা কিলবিল করছে।তিতার জন্য আটা খাওয়া যায় না। এই ঘটনা শুধু আজকে নয়, দীর্ঘদিন থেকে এই ধরনের চাল ও আটা দেওয়া হচ্ছে। এই চালের ভাত ও আটার রুটি খেয়ে অনেকের পেট খারাপ হচ্ছে।রেশন ডিলারকে বারবার বিষয়টি জানালেও পরিবর্তন হচ্ছে না।
রেশন ডিলার উত্তম কুমার বিশ্বাস পোকাধরা চাল ও আটা দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমাদের যে চাল ও আটা দেওয়া হচ্ছে, সেটাই বিতরণ করছি।উপভোক্তাদের অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
