রাজগঞ্জ, ১৯ জানুয়ারিঃ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা মেরামতের অভিযোগ গ্রামবাসীদের।রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা।
জানা গিয়েছে, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে হরিচরণভিটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে অবস্থা বেহাল অবস্থায় ছিল।বেশিকিছুদিন আগে জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে।২ কিলোমিটার রাস্তার জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে সেই কাজ শুরু হতেই নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ তুললেন বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগ, খুব নিম্নমানের কাজ হচ্ছে।এইভাবে রাস্তার কাজ হলে রাস্তাটি বেশিদিন ভালো থাকবে না। আমরা চাই কাজের মান ভালো করে রাস্তা করা হোক।
এই বিষয়ে বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুদ্দিন আহমেদ জানায়, আমার কাছে অভিযোগ এসেছে রাস্তার কাজের মান-নিম্নমানের হচ্ছে। আমি ঠিকদারের সঙ্গে কথা বলেছি। রাস্তার কাজ ঠিকভাবে করার কথা বলে হয়েছে। কাজটি সঠিকভাবে কাজ না হলে ব্যবস্থা নেওয়া হবে।