শিলিগুড়ি, ২৯ মেঃ লকডাউনের জেরে কর্মহীন দিন মজুরেরা।সেই সকল দিনমজুর মানুষদের সাহায্য এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন গুঞ্জ।
এদিনে গুঞ্জের তরফে আশিঘর পঞ্চায়েতের ফকদইবাড়ি নিচ পাড়ার গ্রামবাসীদের দ্বারা এলাকায় উন্নয়ণমূলক কাজ করানো হল।তার বিনিময়ে মিলল খাদ্যসামগ্রী। এদিন এলাকার প্রায় শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রি বিলি করা হল।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রণবীর তালুকদার জানান, বেশকিছুদিন ধরেই আমরা আজ করে আসছি। বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে দুঃস্থদের নাম নথিভুক্ত করে, এলাকা উন্নয়নের লক্ষে তাদের দিয়ে সামান্য কিছু কাজ করিয়েই ত্রান বিলি করছি। ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, সোয়াবিন, তেল- মশলা সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিলি করা হয়।