নিমতার ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সরব বিজেপি মহিলা মোর্চা

শিলিগুড়ি, ৩০ মার্চঃ নারী নির্যাতন, নারী অবমাননা রুখতে রাস্তায় মানববন্ধন কর্মসূচী করল ভারতীয় জনতা মহিলা মোর্চা।


উত্তর দমদম বিধানসভার নিমতার বাসিন্দা শোভারানী মজুমদারের মৃত্যুকে ঘিরেই মঙ্গলবার শিলিগুড়ি হাসমিচকে সরব হন তারা।অভিযোগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিরা মারধর চালায় নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তার মা শোভারানী মজুমদারের ওপর।চিকিৎসারত অবস্থায় সোমবার মৃত্যু হয় শোভারানী মজুমদারের।

এই ঘটনায় নারী সুরক্ষার দাবি জানিয়ে আজ পথে নামে বিজেপি মহিলা মোর্চা।তারা জানান, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী নির্যাতন কখনই কাম্য নয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *