শিলিগুড়ি, ১৯ ডিসেম্বরঃ দ্রুত শিলিগুড়ি পুরনিগম এবং মহকুমা পরিষদের নির্বাচনের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলা।
জানা গিয়েছে, এদিন হাসমি চকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা।এদিনের অবস্থান বিক্ষোভ এর নেতৃত্ব দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।প্ল্যাকার্ড হাতে তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন।
এদিন শঙ্কর ঘোষ বলেন, রাজ্যে নির্বাচন এবং গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস।পঞ্চায়েত এবং পুর ভোট পাঁচ বছরের মধ্যে করা আবশ্যক।নির্বাচনে পরাজিত ব্যক্তিদের স্থানীয় প্রশাসনে বসিয়ে পঞ্চায়েত এবং পৌরসভা গুলিতে লুটপাট চালাচ্ছে বর্তমান শাসকদল।এরফলে সমস্যায় পড়ছে মানুষ।দ্রুত নির্বাচন করা হোক এই দাবিতেই আজকের আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি।