শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ রাজনৈতিক দলগুলির জনসভা, নির্বাচনী প্রচারগুলিতে হচ্ছে ভিড়, মানা সম্ভব হচ্ছে না কোভিড প্রটোকল।আর এর জেরেই বাড়তে পারে করোনা সংক্রমন।এই কারনেই আদালতের দ্বারস্থ হতে চলেছেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ডাক্তার বিদ্যুৎ বিশ্বাস।
মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি।বিদ্যুৎ বিশ্বাস বলেন, করোনা আক্রান্তের সংখ্যা দেশের পাশাপাশি রাজ্যেও বেড়ে চলেছে।তার মধ্যেই এই নির্বাচন প্রক্রিয়া আরও ভাবিয়ে তুলছে সকলকে।একজন চিকিৎসক হয়ে তিনি মনে করেন ভোট প্রচারে যে জনসভা বা মিছিল হচ্ছে সেখান থেকেই আবারও ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ।যেভাবে মিছিলগুলিতে ভিড় হয় তাতে শারীরিক দূরত্ব বা কোভিড স্বাস্থ্যবিধি মানা হয়ে উঠছে না।যেকারনেই রাজ্যে ভোট স্থগিত রাখতে পিআইএল এর মাধ্যমে আদালতের দ্বারস্থ হতে চলেছেন তিনি। তার আবেদন থাকবে ভোট স্থগিত রাখা অথবা নির্বাচনী প্রচারগুলিতে রাশ টানা ও কড়া নজরদারিতে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করা।