শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে বামেদের প্রথমধাপে প্রার্থী তালিকা প্রকাশ।৩৫ জনের নাম ঘোষনা করেছে বামেরা।উল্লেখ্যযোগ্যভাবে ৬ নম্বর ওয়ার্ড থেকে এবারও প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন প্রাক্তণ মেয়র অশোক ভট্টাচার্য।
কোন ওয়ার্ডে কে প্রার্থী দেখে নিন-
শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন আরএসপি দলের বিশ্বজিৎ রায়
২ নম্বর ওয়ার্ড স্নিগ্ধা হাজরা সিপিআই(এম)
৪ নম্বর ওয়ার্ড সৌরভ সরকার সিপিআই(এম)
৫ নম্বর ওয়ার্ড রিনা যাদব ফরওয়ার্ড ব্লক
৬ নম্বর ওয়ার্ড অশোক ভট্টাচার্য সিপিআই(এম)
৯ নম্বর ওয়ার্ড মোহন মন্ডল ফরওয়ার্ড ব্লক
১০ নম্বর ওয়ার্ড সূরজ কুন্ডু সিপিআই(এম)
১৩ নম্বর ওয়ার্ড রামন তুলি সিপিআই
১৭ নম্বর ওয়ার্ড জয়িতা মিত্র সিপিআই(এম)
১৮ নম্বর ওয়ার্ড দীপক সাহানি সিপিআই(এম)
১৯ নম্বর ওয়ার্ড মৌসুমি হাজরা সিপিআই(এম)
২০ নম্বর ওয়ার্ড অঞ্জনা দে সিপিআই(এম)
২২ নম্বর ওয়ার্ড দিপ্ত কর্মকার সিপিআই(এম)
২৩ নম্বর ওয়ার্ড অয়ন্তিকা চক্রবর্তী সিপিআই(এম)
২৪ নম্বর ওয়ার্ড ইন্দ্রজিৎ চন্দ সিপিআই(এম)
২৭ নম্বর ওয়ার্ড সুদীপ ভট্টাচার্য সিপিআই(এম)
২৮ নম্বর ওয়ার্ড অপর্না দলুই সিপিআই(এম)
২৯ নম্বর ওয়ার্ড শরদিন্দু চক্রবর্তী সিপিআই(এম)
৩০ নম্বর ওয়ার্ড মঞ্জু কর্মকার সিপিআই(এম)
৩১ নম্বর ওয়ার্ড বানী বর্মন সিপিআই(এম)
৩২ নম্বর ওয়ার্ড বিধায়ক চন্দ্র দাস সিপিআই(এম)
৩৩ নম্বর ওয়ার্ড অসীম সাহা সিপিআই(এম)
৩৪ নম্বর ওয়ার্ড গোলাপ রায় সিপিআই(এম)
৩৫ নম্বর ওয়ার্ড শেফালি ভট্টাচার্য সিপিআই(এম)
৩৬ নম্বর ওয়ার্ড বরুণ তালুকদার সিপিআই(এম)
৩৭ নম্বর ওয়ার্ড নকুল চন্দ্র সরকার সিপিআই(এম)
৩৮ নম্বর ওয়ার্ড তাপস দাস সিপিআই(এম)
৩৯ নম্বর ওয়ার্ড প্রিয়া দে সিপিআই(এম)
৪০ নম্বর ওয়ার্ড বিপ্লব দত্ত সিপিআই(এম)
৪১ নম্বর ওয়ার্ড নরেশ সিং সিপিআই(এম)
৪২ নম্বর ওয়ার্ড সুনীতা ঘিসিং সিপিআই(এম)
৪৩ নম্বর ওয়ার্ড সুরেন্দর শর্মা সিপিআই(এম)
৪৪ নম্বর ওয়ার্ড মহুয়া ভট্টাচার্য সিপিআই(এম)
৪৫ নম্বর ওয়ার্ড মুকুল সেনগুপ্ত সিপিআই(এম)
৪৬ নম্বর ওয়ার্ড পরেশ চন্দ্র সরকার সিপিআই(এম)