বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি করতে শিলিগুড়িতে বৈঠক বিজেপির

শিলিগুড়ি, ১১ অক্টোবরঃ সামনেই বিধানসভা নির্বাচন।নির্বাচনি রণকৌশল তৈরি করতে শিলিগুড়িতে বৈঠক করলেন বিজেপি নেতৃত্বরা।


জানা গিয়েছে, বিজেপি কার্যালয়ে এই বৈঠকে নির্বাচনের রণনীতি কি হবে এই বিষয়ে আলোচনা করেন নেতৃত্বরা।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অরবিন্দ মেনন, বিজেপির সর্বভারতীয় সহ সম্পাদক শিব প্রকাশ, হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, সাংসদ নিশীথ প্রামাণিক, সাংসদ জন বারলা সহ অন্যান্য বিজেপি নেতা-নেতৃত্বরা।

অন্যদিকে, আগামী ১৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে উত্তরবঙ্গে আসছেন বলে জানা গিয়েছে।শিলিগুড়িতে কোনো কর্মসূচিতে যোগ দেবেন তিনি।


এদিনের বৈঠকে উপস্থিত হয়ে হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি মুখমন্ত্রীকে একহাতে নেন।লকেট চ্যাটার্জি বলেন, হাথরসের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন।কিন্তু নিজের রাজ্য ছেড়ে তিনি অন্য রাজ্য নিয়ে রাজনীতি করছেন।রাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু এখানে মুখ্যমন্ত্রী মিছিল করছেন না।উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে রাজনীতি করছেন মমতা ব্যানার্জি।তিনি আরও বলেন, বাংলার মানুষ বিজেপিকে চায়, আগামীদিনে বাংলায় বিজেপিই আসবে।

অন্যদিকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, বর্তমানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই।তৃণমূল শুধু রাজনীতি করছে।নবান্ন অভিযান নিয়ে সায়ন্তন বসু বলেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।এছাড়াও পর্যটনমন্ত্রী গৌতম দেবকে একহাতে নেন তিনি।তিনি বলেন গৌতম দেব নিজের বিধানসভা ক্ষেত্রে ৮০ হাজার ভোটে হরেছেন, তবুও তিনি রাজনীতি করছেন।তার কথার কোনো অর্থ নেই।        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş