শিলিগুড়ি,৪ মার্চঃ শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে শিলিগুড়ি শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারি চালাচ্ছে আধা সামরিক বাহিনী।এছাড়াও প্রশাসনের তরফে চলছে নাকা তল্লাশি।
বৃহস্পতিবার শিলিগুড়ির জলপাইমোড়ে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে নিয়ে নাকা তল্লাশি চালায় পুলিশ।এছাড়াও এদিন সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় গাড়ি দাড় করিয়ে তল্লাশি চালানো হয়।
নির্বাচন আধিকারিক নারায়ণ পাল জানান, বাইরে থেকে শহরে নেশার দ্রব্য কিংবা অবৈধ কাগজপত্র নিয়ে আসা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ভোটের আগ পর্যন্ত এইধরণের তল্লাশি চলবে।