শিলিগুড়ি,১৩ এপ্রিলঃ বিভিন্ন জায়গায় প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন বলে অভিযোগ তুললেন শিলিগুড়ির সিপিএম এর প্রার্থী তথা প্রবীণ নেতা অশোক ভট্টাচার্য।
মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ তোলেন, বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে অমিত শাহ প্রতিশ্রুতি দিচ্ছেন।এক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে।গতকাল শিলিগুড়িতে অমিত শাহের মিছিলের কারণে গোটা শহর অবরুদ্ধ হয়ে গিয়েছিলএছাড়াও বিভিন্ন জায়গায় আরএসএস এর পতাকা লাগানো হয়েছিল।এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে।অথচ সেদিকে কোনও নজর দেওয়া হচ্ছে না।যে কারনে এবারে লাল পতাকাও লাগানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন তাদের পতাকা খুলতে আসে তবে তারাও জবাব দিবেন বলে জানান।
অন্যদিকে কেন নির্বাচন কমিশন বিজেপির বেশ কয়েকজন নেতা উস্কানিমূলক মন্তব্য করার পরও তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করছে না তা নিয়ে প্রশ্ন তোলেন অশোক ভট্টাচার্য এবং জীবেশ সরকার।