আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট।আজ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস।দিদির শপথ নামে ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।ইস্তেহারে ১০ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।এদিন সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
এই ১০ প্রতিশ্রুতিতে রয়েছে সমস্ত জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টি যুক্ত কাজ প্রদান,দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন, দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিকে বছরে ১০টি করে রান্নার গ্যাস বিনামূল্যে প্রদান, বিনামূল্যে ৫ কেজি রেশন প্রদান, অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে, বার্ধক্যভাতা বৃদ্ধি, CAA আইন বিলুপ্ত ও বন্ধ করে দেওয়া হবে NRC।