শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ নির্বাচনী কার্যালয় তৈরি করা নিয়ে সিপিএম এবং বিজেপি কর্মীদের মধ্যে বিবাদ।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ১৮ নম্বর ওয়ার্ডে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ১৮ নম্বর ওয়ার্ডের শ্রবণনগর এলাকায় একটি ফাঁকা জায়গায় ভোটের আগে নির্বাচনী কার্যালয় করে থাকে সিপিএম।এদিনও নির্বাচনী কার্যালয় তৈরি শুরু করা হয়।অভিযোগ, সেইসময় বিজেপির কর্মীরা তাতে বাঁধা দেয়।এরপরই দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় শিলিগুড়ি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে সিপিএম কর্মী সন্তোষ সাহানী বলেন, ভোটের সময়ে আমরা শ্রবণনগর এলাকার এই জায়গায় নির্বাচনী কার্যালয় করে থাকি।প্রত্যেক বছরের মত এবারও কার্যালয় তৈরি করার কাজ শুরু হয়।তবে বিজেপির গুন্ডারা এসে বাঁধা দেয়।হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে বিজেপি কর্মী বিশ্বজিৎ সাহা বলেন, ওই জায়গাটি কারোর ব্যক্তিগত নয়।সেই কারণে ওই জায়গাটিকে পার্টির কাজে না ব্যবহার করে এলাকাবাসীদের জন্য ব্যবহার করা হোক এই কথাই বলা হয়।এরপরই সমস্যার সৃষ্টি হয়।