জলপাইগুড়ি,৩১ ডিসেম্বরঃ জলপাইগুড়িতে এলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সচিত্র ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ রিভিউ মিটিং করেন তিনি।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে সচিত্র ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার জেলাশাসক সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও নির্বাচনী আধিকারিকেরা।এদিন প্রায় চার ঘন্টা ধরে মিটিং চলে।
মিটিং শেষে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব বলেন, এখন ভোটার তালিকার সামারি রিভিশনের কাজ চলছে।আমরা আজ উত্তরবঙ্গের ৫ জেলার জেলাশাসকদের নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং সচিত্র ভোটার তালিকা সামারি রিভিশন সংক্রান্ত বিষয়ে মিটিং করলাম।আগামী ১৫ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানান তিনি।