শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ নির্দিষ্ট রুট করে দেওয়ার পরও রুট অনুযায়ী চলছে না টোটো।সোমবার সেইসমস্ত টোটোর বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জংশন ট্রাফিক গার্ড।
শহরকে যানজট মুক্ত করতে কয়েকমাস আগে টোটোর রুট করে দেওয়া হয়।নীল, হলু্দ, সবুজ ও বেগুনি রঙের স্টিকার লাগিয়ে দেওয়া হয়।এরপরেও নির্দিষ্ট রুট ছেড়ে চলাচল করছিল টোটোগুলি।এই কারণে আজ অভিযানে নামে জংশন ট্রাফিক গার্ডের পুলিশ।
এদিন বেশকিছু টোটোকে আটক করে জরিমানা করা হয়।পাশাপাশি নির্দিষ্ট রুটে চলাচলের জন্য টোটো চালকদের সতর্ক করা হয়।