‘আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে’- নিজেকে নির্দোষ বলে দাবী খুনে অভিযুক্ত আব্বাসের  

শিলিগুড়ি, ৩০ সেপ্টেম্বরঃ মাটিগাড়ায় নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় নতুন মোড়।আদালতে প্রথমে নিজের দোষ স্বীকার করলেও আজ পঞ্চমবারের মত ফের ধৃত আব্বাসকে আদালতে পেশ করা হলে নিজেকে নির্দোষ বলে দাবী করলো সে।


এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেকে নির্দোষ বলে জানায় অভিযুক্ত আব্বাস।‘আমি কিছু করিনি।আমাকে ফাঁসানো হয়েছে এবং আমার ওপর অত্যাচার করা হচ্ছে।সকলের সামনে সত্য জানাবো’ এমনটাই জানায় আব্বাস।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট মাটিগাড়ায় নাবালিকা স্কুল ছাত্রীর খুনের ঘটনা ঘটে।৬ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় মহম্মদ আব্বাসকে।ঘটনার পর এক মাস পেরিয়ে গেছে।আজ পঞ্চমবারের জন্য আব্বাসকে আদালতে পেশ করা হয়।এদিন বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলে দাবী করে আব্বাস।


 

One thought on “‘আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে’- নিজেকে নির্দোষ বলে দাবী খুনে অভিযুক্ত আব্বাসের  

  1. Prasanta Roy says:

    এটা তার আইনজীবী ও আত্মীয়স্বজনদের বানানো কথা।
    যাতে দোষী প্রমাণিত হতে আরো সময় লাগে।
    দোষী তো নিজেই আত্মসমর্পণ করেছিল যে থেতলে খুন করেছিল।
    আগেই বলেছিলাম গুলি করে গল্প সমাপ্ত করো।
    দোষী যদি বাঁচে প্রশাসন ও আইনের কপালে ভালোই দুঃখ আছে।
    এই ধরনের ঘটনার শিকার আমার তোমার সবার বোন বা মেয়ে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywin