খড়িবাড়ি, ১৮ জানুয়ারিঃ খড়িবাড়ির আদিবাসী নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন স্থানীয় বিধায়ক সুনীল তির্কী এবং অন্যান্য স্থানীয় কার্যকর্তারা।
নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা।এছাড়াও পরিবারের সদস্যদের হাতে বস্ত্র ও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
এদিন বিধায়ক সুনীল চন্দ্র তির্কী, বুড়াগঞ্জ অঞ্চল সভাপতি সদানন্দ রায়, অরবিন্দ ভট্টাচার্য, সন্তোষ সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রানীগঞ্জ অঞ্চল কমিটির কার্যকরী সভাপতি সন্তোষ সিং বলেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।এছাড়াও বস্ত্র ও আর্থিকভাবে সাহায্য করা হল।এরপর খড়িবাড়ি থানায় গিয়ে দোষীকে কড়া শাস্তির দাবী জানানো হয়।
বিধায়ক সুনীল চন্দ্র তির্কী বলেন, অভিযুক্তর কড়া শাস্তি হোক যাতে পরবর্তীতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয়।