শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ নিম্নমানের কাজের অভিযোগে এনে বিদ্যালয়ের নির্মান কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সূর্যসেন কলোনি মোড়বাজারে অবস্থিত সূর্যসেন প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ঘর নির্মাণের ক্ষেত্রে পুরনিগমের ঠিকাদারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল স্থানীয় বাসিন্দারা।শুধু তাই নয় শনিবার কাজ বন্ধ করে দেন তারা।বিদ্যালয়ের দাবি মেনে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে মিড ডে মিলের ঘর।
নিম্নমানের কাজ করা হচ্ছে বলে প্রথমে অভিযোগ করেন বিদ্যালয়ের এক শিক্ষক। অভিযোগের পর তাকে ঠিকাদারের হুমকির মুখেও পড়তে হয় বলে জানিয়েছেন শিক্ষক বিশ্বজিৎ নন্দী।ঘটনাটি জানাজানি হতেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।তারা বিদ্যালয়ের এমন কাজ কখনই করতে দেবে না।এই কারণেই এদিন কাজ বন্ধ করে দেন।
অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে কাজের তদারকি করতে বিদ্যালয় উপস্থিত হন শিলিগুড়ি পুরনিগমের পূর্ত বিভাগের মেয়র পারিষদ শংকর ঘোষ।তিনি জানান সমস্ত বিষয়টি তদারকি করে খুব দ্রুত ঠিকাদারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।