‘শীতলকুচির ঘটনা মমতা ব্যানার্জির উস্কানিমূলক বক্তব্যেরই ফল’- নিশীথ প্রামাণিক

শিলিগুড়ি,১৪ এপ্রিলঃ ‘কোচবিহারের শীতলকুচির ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি ও তার উস্কানিমূলক বক্তব্য’। শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন বিজেপি নেতা তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক।


বুধবার বিজেপির দার্জিলিং জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল, বিজেপি যুব মোর্চার সহ সভাপতি গুরপ্রিত সলুজা সহ আরও অনেকে। এদিন নিশীথ প্রামাণিক বলেন, মমতা ব্যানার্জি আগেই এক ভাষণে কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমনাত্মক হওয়ার কথা বলেছিলেন তৃণমূল কর্মীদের এবং সেই দৃশ্যই দেখা গিয়েছিল শীতলকুচিতে। কেন্দ্রীয় বাহিনী নিজেদের বাচাতেই গুলি চালিয়েছিল।

যদিও এই ঘটনায় দিলীপ ঘোষ, রাহুল সিনহার বক্তব্যকে কোনোভাবেই উস্কানিমূলক বলে মানতে নারাজ নিশীথ প্রামাণিক। এই বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী প্রাণরক্ষার তাগিদে এই কাজ করতেই পারে এমনটাই বোঝাতে চেয়েছেন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা। শীতলকুচির ঘটনায় নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি করা হয়েছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সমস্ত আদেশই তারা মেনে চলবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *