নিষিদ্ধ কাফসিরাপ সহ শিলিগুড়িতে গ্রেফতার ১

শিলিগুড়ি,১৯ সেপ্টেম্বরঃ যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ কাফসিরাপ সহ একজনকে গ্রেফতার করল এসওজি ও শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম রামকৃষ্ণ।


জানা গিয়েছে, শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের পিএনটি গলিতে কাফসিরাপ নিয়ে দাঁড়িয়েছিল ধৃত।কাফসিরাপগুলি অন্যত্র পাচারের উদ্দেশ্য ছিল।এদিকে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় এসওজি ও শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের কাছ থেকে ১০০ বোতল নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার করে পুলিশ।যার আনুমানিক বাজার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা।আগামীকাল ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *