শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ শিলিগুড়িতে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ।এরপরও শহরের বিভিন্ন দোকান ও বাজারে দেদারে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের ক্যারিব্যাগ।ফের এর বিরুদ্ধে বুধবার অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম।
এদিন শিলিগুড়ির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের খালপাড়া এবং নয়া বাজার এলাকায় তিনটি গোডাউনে অভিযান চালায় পুরনিগমের আধিকারিক ও খালপাড়া ফাঁড়ির পুলিশ।অভিযানে ৫০০ এর বেশি বস্তা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ উদ্ধার করা হয়।একেকটি বস্তায় ৩০ থেকে ৪০ কেজি প্লাস্টিকের ক্যারিব্যাগ পাওয়া যায়।
নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে আগামীতে অভিযান চলবে এবং কেউ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুরনিগমের আধিকারিকেরা।