শিলিগুড়ি, ৩ জুলাইঃ বাড়িতেই চলছিল নিষিদ্ধ কাফ সিরাপের রমরমা ব্যবসা।শনিবার রাতে যৌথভাবে অভিযান চালিয়ে মাদক কারবারের পর্দা ফাঁস করল স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ১ মহিলা।ধৃত মহিলার নাম কল্পনা রায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধাননগর থানার অন্তর্গত হিমকোস ভবনের কাছে একটি বাড়ি থেকে কাফ সিরাপের ব্যবসা চালাচ্ছিল এক মহিলা।দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার।গোপন সূত্রে এই খবর পেয়ে গতকাল রাতে এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ ক্রেতা সেজে সেই মহিলার বাড়িতে অভিযান চালায়।মহিলার বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে কাফ সিরাপ।এরপরই গ্রেফতার করা হয় মহিলাকে।
আজ অভিযুক্ত কল্পনা রায়ের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।