শিলিগুড়ি, ৩০ মার্চঃ শিলিগুড়ি জংশন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুই যুবককে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম সঞ্জয় মাহালি(৩২) এবং খোকন মহন্ত(৩৬)।দুজনই প্রধাননগর থানা অন্তর্গত দেবীডাঙ্গা এবং ঢাকনিকাটা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ শনিবার রাতে জংশন এনবিএসটিসি বাস স্ট্যান্ডের পেছনে ফাঁকা জায়গায় অভিযান চালায়।সেইসময় সঞ্জয় এবং খোকনকে সেখানে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের।এরপর তাদের দুজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ।
আজ দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।