শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম রোশন শঙ্কর এবং রাহুল সিংহ।রোশন শঙ্কর সিকিমের রম্ভি বাজার এলাকার বাসিন্দা এবং রাহুল সিং কমলানগর শালুগাড়ার বাসিন্দা।ঘটনায় একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৪২ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে তল্লাশি চালানো হয়।তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ।সেই ব্যাগে রাখা ছিল ৬০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।এরপরই গ্রেফতার করা হয় দুজনকে।
আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।