শিলিগুড়ি, ৭ অক্টোম্বরঃ নিষেধাজ্ঞার পরও শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ। সবজি, ফল, মাছ বাজার থেকে শুরু করে মুদিখানা দোকানগুলিতে প্লাস্টিক ক্যারিব্যাগেই ক্রেতাদের জিনিস দেওয়া হচ্ছে। যেকারণে পুজোর আগে ফের একবার অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম।
প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করার পাশাপাশি ব্যবসায়ীদের জরিমানাও শুরু করা হয়েছে। শনিবার ফুলেশ্বরী বাজারে অভিযান চালায় পুরনিগমের কর্মীরা।এদিন বেশকয়েকজন ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
এদিকে জরিমানা করতেই ক্ষোভপ্রকাশ করেন ব্যবসায়ীরা। শহরের বহু জায়গায় বড় বড় ব্যবসায়ীরা প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রি করছেন। সেখান থেকেই সেই ক্যারিব্যাগ শহরের বাজারগুলিতে থাকা দোকানগুলিতে আসছে। অথচ কেন বড় ব্যবসায়ী ও প্লাস্টিক ক্যারিব্যাগ প্রস্তুতকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা সেই প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা।
এ নিয়ে পুরনিগমের কর্মীদের সঙ্গে বচসাও শুরু হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। পুজোর আগে শহরের বিভিন্ন বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে লাগাতার অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।