শিলিগুড়ি, ১১ জুনঃ করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটের মুখে যৌনকর্মীরা।এবারে তাদের সাহায্যে এগিয়ে এল সৃষ্টি ফাউন্ডেশন।
এদিন সৃষ্টি ফাউন্ডেশনের তরফে শিলিগুড়ির নিষিদ্ধপল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য, উত্তরবঙ্গ কোভিড কেয়ার ইউনিটের সদস্য তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য সৃষ্টি ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।তিনি বলেন, নিষিদ্ধপল্লীর যৌন কর্মীদের প্রতিষেধক দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
সংস্থার সভাপতি গৌতম গোস্বামী বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে যৌন কর্মীরা আর্থিক সংকটে পড়েছে।সেকথা মাথায় রেখেই এদিনের এই কর্মসূচি।
অন্যদিকে ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর পিন্টু ঘোষও সৃষ্টি ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানান।