শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।অভিযুক্তের নাম সঞ্জিত সন্ন্যাসী(২৬)।
বুধবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভক্তিনগর থানার আইসি অমরেশ সিংহের নেতৃত্বে ৪১ নম্বর ওয়ার্ডের বোতল কোম্পানি আমতলা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।৫৮০ পিস নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ সঞ্জিত সন্ন্যাসীকে গ্রেফতার করে পুলিশ।আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।