কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের, কড়া নিরাপত্তা এলাকায়

কোচবিহার, ১৯ ফেব্রুয়ারিঃ বিএসএফের গুলিতে দিনহাটা গীতালদহ গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে প্রেম কুমার বর্মনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো তৃণমূল।ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তা এলাকায়।


জানা গিয়েছে, এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।তবে তাঁর বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরত্বে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা।পুলিশের পাশাপাশি সিআইএসএফ এর নজরদারিও হয়েছে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।এই কর্মসূচিতে কেন্দ্র করে সকাল থেকেই এলাকা থমথমে।

এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনরকম অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে তার ওপর নজর রয়েছে পুলিশের।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet giriş