কোচবিহার, ২২ নভেম্বরঃ কোচবিহার জেলা জুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নামে ‘চোর ধরো জেল ভারো’ পোস্টার।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে।মঙ্গলবার সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টার চোখে পড়ে।‘চোর ধরো জেল ভরো’ নিশীথ প্রামাণিক কোচবিহারের লজ্জা এমনটাই পোস্টারে উল্লেখ করা হয়েছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছে।এই পোস্টটার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রসঙ্গত, সোনার দোকানে চুরির ঘটনা নিয়ে আলিপুরদুয়ার জেলা আদালত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।এরপরই কোচবিহার জেলা জুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।
কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, নিশীথ প্রামাণিকের জন্য রাজ্য জুড়ে লজ্জায় পড়তে হয়েছে।মন্ত্রী পালিয়ে রয়েছেন তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।সাধারন মানুষের মত তার আদালতে হাজিরা দেওয়া উচিত ছিল।সেটা করেনি।সাধারন মানুষকে জানানোর জন্য এই পোস্টার।
তবে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি ।
এই বিষয়ে জেলা বিজেপির সম্পাদিকা মিনতি দাস ইশোর বলেন, তৃণমূল নিজেদের ঘর সামলাক।পার্থ চোর, পরেশ চোর তাদের প্রত্যেকে চোর।ক্ষমতায় আসার পর থেকে তারা চুরি করে গিয়েছে।এসব করে কোনরকম লাভ হবে না সাধারণ মানুষ ভালো করে জানে তৃণমূল মানেই চোর।