শিলিগুড়ি, ৩ এপ্রিলঃ লকডাউনের জন্য বন্ধ দোকান। বিক্রি ছিলই না। কিন্তু প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার পর দিব্যি দোকান খুলে গেল। সমস্ত জিনিস বিক্রিও হয়ে গেল এক নিমেষে।
শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আবেদন করে জানান, রবিবার ৫ এপ্রিল রাত ৯ টায় ৯ মিনিট পর্যন্ত বাড়ির আলো বন্ধ করে দরজা, ব্যালকনিতে মোমবাতি, প্রদীপ কিংবা টর্চ, মোবাইলের ফ্ল্যাশ লাইট জালাতে হবে। আর এই আবেদনের পরই নিবেদিতা মার্কেটে পাইকারি দোকানগুলিতে মোমবাতি কিনতে অনেক মুদিখানা দোকানের ব্যবসায়ীরা ভিড় করেন। নানা দামের মোমবাতি ছিল। কিন্তু এক নিমেষেই সব বিক্রি হয়ে গেল। ব্যবসায়ী অজয় দাস জানান, দোকানের জন্য মোমাবাতি কিনেছি। তবে ঘণ্টাখানেকের মধ্যেই দোকান থেকে সব মোমবাতি বিক্রি হয়ে যাওয়ায় দোকানও বন্ধ হয়ে যায় তড়িঘড়ি।