শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো যাত্রীবাহী গাড়ি।অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বৃদ্ধা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গভীর রাতে একটি সিটি অটো শিলিগুড়ির দিক থেকে এনজেপি স্টেশনের দিকে যাচ্ছিল।সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ঢুকে পড়ে।অল্পের জন্য প্রানে বাঁচেন সেই বাড়িতে থাকা এক বৃদ্ধা।
স্থানীয়দের অভিযোগ,চালক মদ্যপ অবস্থায় ছিল।এরফলেই এই ঘটনা ঘটে।ঘটনার পরই স্থানীয়দের মধ্য ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।এদিকে মঙ্গলবার সকালে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।গ্রেফতার করা হয় গাড়ির চালককে।
অন্যদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে চালকের উপযুক্ত শাস্তির পাশাপাশি ক্ষতিপুরনের দাবি জানানো হয়েছে।