শিলিগুড়ি, ১৫ ডিসেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ফের দুর্ঘটনা।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, ইস্টার্ন বাইপাস সংলগ্ন দেবীনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে একটি ট্রাক।ট্রাকের নীচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাইক, স্কুটি, সাইকেল ও ভ্যান।যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
স্থানীয়রা জানান, দোকানে কয়েকজন দাঁড়িয়েছিল।সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে যায় দোকানে।কোনোক্রমে বেঁচে যান সেখানে থাকা সকলেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ।স্থানীয়দের সহযোগিতায় ট্রাক সরিয়ে গাড়ি গুলিকে উদ্ধার করা হয়।পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে সনজিৎ মোদক বলেন, দোকানে জিনিসপত্র নেওয়ার জন্য এসেছিলাম।হঠাৎ করে এই ঘটনা ঘটে যায়।স্কুটি সহ মালপত্রের ক্ষতি হয়েছে।
অন্যদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মিঠু সরকার বলেন, বারবার এমন দুর্ঘটনা ঘটছে।প্রশাসনকে বলবো গাড়িগুলোর গতি কমানোর ব্যবস্থা করতে।