নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাস, জখম ৪ মাধ্যমিক পরীক্ষার্থী

বানারহাট,২৬ ফেব্রুয়ারিঃ তোতাপাড়া চা বাগানের কাছে দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি।গুরুতর আহত ৪ জন ছাত্রী।


জানা গিয়েছে, এদিন বানারহাট গার্লস হাইস্কুলের ছাত্রীরা বাসে করে বানারহাট হাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল।সেইসময় তোতাপাড়া চা বাগানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা মারে বাসটি।আহত হয় বাসে থাকা ৪ জন ছাত্রী।তাদেরকে উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom