মেটেলি, ৮ জানুয়ারিঃ সরকারি নিয়ম বহির্ভুতভাবে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের অভিযোগ উঠল মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকায়।
জানা গিয়েছে,মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধূপঝোড়া ভান্ডানি পাড়া থেকে মুচি পাড়া পর্যন্ত জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু করা হয়।অভিযোগ, রাস্তার কাজের জন্য কোনোরকম ডিসপ্লে লাগানো হয়নি।রাস্তার কাজের জন্য যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের।
এই অভিযোগে বৃহস্পতিবার রাস্তার কাজ বন্ধ করে দেন স্থানীয়রা।শুক্রবার ডিসপ্লে লাগিয়ে কাজ করার কথা থাকলেও তা করা হয়নি।সরকারি নিয়ম মেনে ঠিকঠাক ভাবে কাজ না করা হলে আন্দোলনে নামা হবে এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা।
যদিও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার বীরেন মহন্ত বলেন,অভিযোগ ভিত্তিহীন।ডিসপ্লে শনিবার লাগানো হবে।বৃহস্পতিবার কাজ বন্ধ ছিল।আজ কাজ শুরু হয়।