নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল গাড়ি, মৃত ১ আহত ৮

শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল গাড়ি।ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের আহত ৮ জন।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে এনজেপি গেট বাজার এলাকায়।


জানা গিয়েছে, গতকাল রাত দশটা নাগাদ হঠাৎই তিনবাত্তি  মোড়ের দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা এক টোটো চালককে ধাক্কা মেরে সোজা ঢুকিয়ে দেয় রেলের কোয়ার্টারে।গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে টোটো চালক ও রেল কোয়ার্টারে  থাকা বেশকয়েক জন।ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় গাড়ির চালক।স্থানীয়দের দাবি ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।সুনিল কুমার রাউত (৩০) কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।বর্তমানে ৫ বছরের একটি শিশু সহ আহত ৮ জনের চিকিৎসা চলছে।টোটোচালক বাপি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে।


ঘটনার পরই ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে  পৌঁছায় এনজেপি থানার পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ঘাতক গাড়িটিকে উদ্ধার করতে বেগ পেতে হয় পুলিশকে।এরপর মধ্যরাতে  গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে গাড়ির চালক কমল মির্ধার এক আত্মীয়কে আটক করে থানায় নিয়ে যায়।তবে গাড়ি চালক এখনও পলাতক।

আজ গেটবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার।মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।আহতের চিকিৎসার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş