কালিয়াগঞ্জ, ১৮ জুলাইঃ নিয়ন্ত্রন হারিয়ে দোকানে ঢুকে পড়লো পন্য বোঝাই লড়ি।ঘটনায় গুরুতর জখম ১।ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৫ টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিনআশা মোড় এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ যাওয়ার পথে পন্য বোঝাই লড়িটি আশামোড় এলাকায় একটি স্প্রিড বেকার পার করার সময় নিয়ন্ত্রন হারিয়ে পর পর দুটি দোকানে ঢুকে পড়ে।স্থানীয় একটি ক্লাবও ভেঙে দেয়।ঘটনায় গুরুত্বর জখম হন এক ব্যক্তি।তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর থেকে লড়ির চালক ও খালাসি পলাতক।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ।পুলিশ ঘাতক গাড়িটিকে নিজেদের হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।