ফুলবাড়ি, ৩ জানুয়ারিঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল যাত্রীবোঝাই সিটি অটো।ঘটনায় আহত হলেন ২ জন।শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরকন্যা সংলগ্ন কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে একটি সিটি অটো যাত্রী নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিল।সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় সিটি আটোটি।অটোতে থাকা চারজন যাত্রীর মধ্যে দুজন যাত্রী আহত হন।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টের পুলিশ।দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।