বানারহাট,১৯ ফেব্রুয়ারিঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে উলটে গেল ডিম বোঝাই পিকআপ ভ্যান।শুক্রবার ঘটনাটি ঘটেছে বিন্নাগুড়ি-বানারহাটগামী রাজ্য সড়কে।ঘটনায় আহত হয়েছে দুজন।আহতদের উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ডিম বোঝাই পিকআপ ভ্যানটি ধূপগুড়ি যাওয়ার পথে বানারহাট হিন্দি কলেজের সামনে আসতেই গাড়িটির স্টিয়ারিং লক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়।