খড়িবাড়ি,১০ জুলাইঃ খড়িবাড়ি ব্লকের অন্তর্গত ভালুগাড়া সরনামতি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে দুধের গাড়ি।ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন গাড়ি চালক।
জানা গিয়েছে, এই গাড়িটি দেবীগঞ্জের দিকে যাচ্ছিল।সেইসময় ভালুগাড়া সরনামতি ব্রিজের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি।পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশ।