শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ ‘বৃহস্পতিবার স্থলবন্দরে ঘটে যাওয়া ঘটনার পূর্বাভাস আগেই ছিল, সেই অনুযায়ী পুলিশকে আগাম জানানো হয়েছিল’-সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন স্থল বন্দর প্রকল্পের কর্ণধার সঞ্জয় মাওয়ার।স্থল বন্দরের ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে শিল্পপতিদের।
সঞ্জয় মাওয়ার বলেন, প্রথম থেকেই স্থল বন্দরের কাজে বাঁধা সৃষ্টি করছিলেন তৃণমুলের শ্রমিক নেতা প্রসেনজিৎ রায়।বারংবার তিনি এনজেপির শ্রমিকদের কাজ হারানোর ভয় দেখাচ্ছিলেন।এছাড়াও কোম্পানির কাছে টাকা দাবী করেছিলেন প্রসেনজিৎ রায়।তিনি আরও বলেন,বৃহস্পতিবার স্থল বন্দরে প্রসেনজিৎ রায়ের লোকজনের হামলায় স্থল বন্দরে কয়েক কোটি টাকার ক্ষতি হয়।শুক্রবার দিনভর পুলিশ তৎপর ছিল ওই ঘটনার সঙ্গে যুক্ত সকলকে গ্রেফতার করতে।বেশকয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যে।প্রসেনজিৎ রায়েরও খোঁজ চালাচ্ছে পুলিশ।
মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হবে বলে ঠিক করা হয়েছিল।মন্ত্রী গৌতম দেবের সাথে এই বিষয়ে কথাও হয়েছিল।তবে বৃহস্পতিবারের ঘটনায় তারা এখন আতঙ্কে রয়েছেন।গোটা বিষয়টি লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন তারা।প্রসেনজিৎ রায় সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।তবে অনেকেই এখনও অধরা রয়েছেন।যারা অধরা রয়েছেন তারা আবারও নতুন করে ক্ষতি করতে পারেন এই ভয়ই এখন তাড়া করে বেড়াচ্ছে।তবে তিনি জানান প্রশাসনের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।